নামাজ রোজা সিয়াম সাধন
রমজানের এই মাসে,
নিষ্ঠাভরে করলে পালন
সকল পাপে নাশে।
বিশ্বজুড়ে মুমিন মানে
আত্মশুদ্ধির তরে,
রমজান মাসটা রোজা রাখে
রবের নাম ধ্যান করে।
শৈশব থেকেই ধর্মে কর্মে
মনটা যাদের থাকে,
রোজা নামাজ অনুশীলন
হৃদয় মাঝে মাখে।
রমজান শেখায় মানবতা
ভেদ বৈষম্য ভুলে,
দু’হাত ভরে দীনদুখীরে
জাকাত দিতে তুলে।
দানের মাঝেই সিয়াম পালন
অহং নয়কো কভু,
মাখলে মনে প্রীতির ধারা
রাখেন আশিষ প্রভু।