হাজার বছর ধরে পৃথিবীর এ রঙ্গশালায়
একই সিংহাসনের মোহ,
নবরূপে নবজন্ম করেছে গ্রহণ!
দেশ কিংবা দশের চেয়ে
সিংহাসন-মোহ ধ্রুবসত্য জানি;
বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসন,
হস্তিনাপুরের রাজ-সিংহাসন, কিংবা,
ময়ূর সিংহাসনের মোহে রাজ্য লোভাতুর
মোহান্ধরা ভাতৃঘাতি যুদ্ধ ডেকে আনে!
কুরুপতি দুর্যোধন থেকে শুরু করে,
ক্ষমতালোভী শাসকের একই খেলা
নিরন্তর বয়ে চলেছে।
ছলে বলে কৌশলে, ছলচাতুরি,
প্রবঞ্চনায় সিংহাসনের দখল চাই।!
চতুর দূর্যোধন, কিংবা আওরঙ্গজেবের
মত শাসকেরা জনতার প্রেক্ষাগৃহে
ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠের কী
নিখুঁত অভিনয় করে!
ধর্মরাজ যুধিষ্ঠিরেরা মনের
নির্জন দ্বীপে কাঁদে সংগোপনে!