একটাই সিঁড়ি নীচের থেকে
ধাপে ধাপে ওপরে ওঠার,
আবার একই ভাবে সেই সিঁড়ি
ভূমির কাছে এসে নাবার!
প্রয়োজনে মানুষ ওঠে নামে
সিঁড়ি একই থেকে যায়,
কোথাও কোথাও পান পিকের
কাটাকুটির দাগ রেখে যায় !
এখন অবশ্য লিফ্ট এসেছে
সিঁড়ি অচল খানিক,
তবু যদি লিফ্ট বসে বেঁকে
সিঁড়ি উপায় তাৎক্ষণিক!
বাড়ির সিঁড়ি তবে যত্নের
ছোট শিশুদের সাথে,
এক্কাদোক্কা আরও কত খেলা
নীরবে দেখেতে থাকে ।