এটাই হলো মদ্দাকথা জীবনটারই
চিরটাকাল কেউ থাকে কি নবজাতক?
যা থাকে সে সেই মোহময় বাল্যকালে?
শেষ অবধি সেও বটে তো হয় গো স্নাতক!
যতই তুমি “আমার” বলে আঁকড়ে থাকো
দেখবে তোমার সেই সুতোতেই টান পড়েছে
ঘুড়ি তোমার অনেক কেটেই সাঁঝের আগে
দেখবে বটে, মাঞ্জাতে ঠিক ঢিল ছেড়েছে!
তখন ঘুড়ি মাঝ আকাশে হারিয়ে গিয়ে
হয়তো মেঘের রাজ্যে সে তার প্রবেশ নেবে!
নয়তো আবার নতুন পাড়ার ছেলেরই দল
মাটিতে তা পড়ার আগেই লুঠে নেবে –
ওই মেঘের দেশে আত্মা যেমন, শেষেই মেশে !
তবে কাটা ঘুড়ি ভোকাট্টা হয়ে পড়লে ভুঁইয়ে
তেমন আবার আত্মা আরেক দেহ নিয়ে
নতুন ঘুড়ির মালিক সাথে আকাশ ছোঁবে!
দশটি বারের ভোকাট্টা সে হলেই ঘুড়ি
হারিয়ে বটে যেতেই পারে আকাশপথে
আর আমরা তবু মুক্তি যে চাই সকল পাপের
স্তোকবাক্যসম পূজাবিধির মন্ত্রখাতে!!