কিছু কষ্টের ফসল হয়তো একটা কবিতা,
জমাট বাধা দুঃখগুলো সরিয়ে দিয়ে ভাবনা যদি
হয় প্রসারিত,
তবে জয়ী হবেই সাম্যবাদী ইচ্ছাগুলো,
মনের জানলাটা একবার খুলে প্রাণভরে নিও শ্বাস,
দেখবে ধরা দেবেই তোমায় আকাশ,
একসাথে এগিয়ে চলার পথে পথিক তুমি ক্ষনিকের,
সুখক্ষণ করো অবগাহন,
মাঝে মাঝে বিরূপ পরিস্থিতির শিকার আমরা সকলেই,
দু:সময়েই মুখোশের আড়ালের মুখগুলো হয় স্পষ্ট!
অভিজ্ঞতার নিরিখে এ এক অপার প্রাপ্তি ভাবতেই পারি!
নির্দিষ্ট সীমায় বিচরণ,নিরাপত্তার আশ্বাস, তবুও কাগজের পাতায় লুঠপাট, নির্যাতন, সম্ভোগের নির্মম কাহিনী,
কেউ জানে না কে হবে পরবর্তী শিকার!
বলাবাহুল্য এটাই সমাজের পটচিত্র হতে পারে না
বদলাতে পারি আমরাই,
ব্যক্তিস্বার্থ যদি রেখে দূরে হই সোচ্চার অন্যায়ের বিরুদ্ধে
একজোট হয়ে,
অপরাধ এবং অপরাধী নিয়ন্ত্রিত হবে হয়তো,
কিন্তু হায় সভ্য সমাজে এই প্রশ্ন থেকেই যায়,
নারী কি শুধুই মোহময়ী,কিংবা নির্যাতিতা ভোগ্য বিলাস!
কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ যদি হয় সঞ্চারিত,
অশুভ শক্তি বিনাশ হয়তো নির্ধারিত,
সত্যি কি পূর্ণতা পাবে কি সাম্যবাদে পথ চলার আশ্বাস! !!!