কাঙ্খিত স্বাধীনতার সুদীর্ঘ চুয়াত্তর বছরের
ঊষর জমিতে আজও সর্বহারা কুলি মজুর,
কিছু নিঃসঙ্গ ব্যাকুলতা ঘিরে রেখেছে
হৃদয়ে জমা বিদ্রোহের আগুনকে,
স্মৃতির কার্নিশে জমে থাকা মাটির সোঁদা গন্ধে
সাম্যবাদী কবি নজরুল – তোমার জন্য
রাখা আছে কিছু বিশ্রান্ত প্রহর,
শুনি অগ্নিবীণায় বেজে ওঠা
ক্রান্তিকারীর নির্মম হাহাকারের ভৈরব তান,
ধূলিকণার আঁচলে জমা থেকে গেছে কিছু স্নেহের ঘ্রাণ,
দিগন্ত শেষের রাঙা গোধূলির রঙে জেগেছে
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বিদ্রোহী পদচারণার সুর-মূর্ছনা ,
তবুও অগ্নিচক্ষুর উন্মাদনায়
তোমার বীরত্বে উদ্বুদ্ধ কিছু প্রাণ ,
অবহেলার আঁচের লেলিহান শিখায়
কেড়ে নেয় অমরত্বের অধিকার,
গেয়ে ওঠে আজও সাম্যের জয়গান