তোমার বলা কথাগুলো , না খুলেই
ছাতিমের পাতা দিয়ে মুড়ে রাখলাম ।
টানের পরীক্ষা দেবো বলে’
আনচান ঘুমোতে গেলাম ।
রোম রোম জানা হয়ে গেলে
ইচ্ছের দাঁড় থেমে যায় ।
স্বপ্নের স্বাদ ছেড়ে গেলে
কিভাবে ভাববো বহু একের ভিতরে !
ভাবনা তাই তুলে রাখি স্বপ্ন মুকুলে ।
সকাল শ্রাবণে দেখি
তোমার সামান্য কথার বীজ ,
কল্পতরুর মেঘে বনে বনে
কামধেনু সাতরঙা বৃষ্টি হয়ে ঝরে ।