টাইটানিক জাহাজ ডোবে
যাত্রীরা ঘুমে মগ্ন,
খবর রাখে কজন আর
কখন সেটি ভগ্ন?
ঘুমিয়ে আছে যাত্রীর দল
ঘুমিয়ে থাকা ভালো,
ঘুম ভাঙলে ঘুমায় আবার
দেখেনা দিনে আলো?
ঘুমিয়ে থেকে দেখছে স্বপ্ন
পাঁচটি বছর ধরে,
দেখবে আরো নতুন স্বপ্ন
পাঁচটি-বছর পরে।
হচ্ছেটা কী, ইচ্ছেটা কী,
জানতে চেয়ো না,
জানা-বোঝার বিপদ-ভারি
মাথা ঘামিও না!
জানতে গেলে বুঝতে গেলে
ঘুম যে ভেঙে যাবে,
কাঁচা সে ঘুম ভাঙলে কিন্তু
জানার খিদে পাবে!
ঘুম ভাঙবে তখন বুঝি
জাহাজ ডুবি হলে,
দেহ- ভাসলে জলের পরে
কানেতে জল গেলে?
মরণ কালে হরির নামে
উদ্ধার কি পাবে,
ডুবে যাবার আগেই ভাবো
বাঁচবে কি ভাবে!
ডোবার আগে লড়াই সবাই
করো না প্রাণপণ,
ডুবছে জাহাজ সামাল সামাল
সাবধান যাত্রীগণ।