সাফল্য কে সকলেই দেখি ছুঁতে চায়
ব্যর্থতা আঁধারেতে ঢাকা পড়ে যায় ,
ব্যর্থতা যে শূন্য নয় সেটা বোঝা যায়
জীবনের ক্লেদ গ্লানি জেনেছে হৃদয়।
আত্মোপলব্ধির স্বস্তি ব্যক্তিত্ব বিকাশে
ভুল ভ্রান্তি দোষ গুণ বিচারের শেষে,
শব্দহীন কষ্ট জমে মনের আকাশে
মলমাস ফেলে শ্বাস বসন্ত বাতাসে।
ষোল আনা ভালোবাসা মনেরই আশা
পাত্র চাই পাত্র নাই কি সুখে যে বাঁচা,
আলবাত জলভাত প্রেমালাপ হয়
সম্পর্ক গড়তে লাগে প্রচুর সময়।
রক্ষা করো বলে কেউ নদীতে ঝাঁপায়
কূল নাই সীমা নাই ডিঙি নৌকা চায়,
দিব্য দর্শন থাকলে পরে কেউ ওঠে নায়
রক্ষা কর্তা না টানলে সে জলে ভেসে যায়।
একটা ভোরের আলো প্রতীক্ষা সবার
কোলাহলে জেগে ওঠে পৃথিবী আবার,
কর্মহীন দিনে কার সাফল্য কবার
জীবনের জলছবি মোছে বারবার।
সাফল্য যে কষ্টকর এ মত সবার
তাকে ছুঁতে গেলে প্রাণ পাত দরকার,
সাফল্যের চূড়া থেকে অহঙ্কার নয়
অহঙ্কারে পতন হয় জেনো নিশ্চয়।।