পৃথিবীর বাছাই করা সাপের মনিগুলোকে
হিমালয়ের রাতআকাশে ঝুলিয়ে
পেলিঙ পাহাড়ে ফুটবলের আসর বসাবো ।
মৃত সাগরের বরফখনি খুঁড়লেই
সারি সারি গুপ্তধনের গাছ ,
তুলে এনে তোমাদের প্রত্যেকের চোখে
কোহিনূরের কুহক বসাবো ।
দেবদেবী নিয়ে আমার সঙ্গে
পাঙ্গা নিতে এসো না ।
আমি সশরীরে স্বর্গে যাওয়ার শর্টকাট
সিঁড়ি -সেতুর প্রতিশ্রুতি দেবো ।
মিথ্যের কারিগর বলে’ কান ঘুরিয়ে নিচ্ছে কতিপয় ।
অথচ দ্যাখো ,
অধিকাংশের স্বপ্ন কেমন উসকে দিলাম , পরাবাস্তব বাজিগর ।