নীল হাসির উপর অগুনতি লেবুফুল
মন খারাপে ঘ্রাণ নিই
সাগরিকা…
তোকে দেখিনি প্রায় নয় বছর হল
এতো অপেক্ষা
আজও ডুবে যায়
দুপুরের কাঁচা আম আর লঙ্কার সাথে
তোর কালোচুলে
একটা নদী বয়ে যায়
বহুবার বলেছি তোকে
আজ সে নদী দুরন্ত আরো
কপাল ভাঁজে
এখন অবুঝ পাহাড় তোর
বেশ বুঝি
সন্ধ্যা নামলে
তোর চোখ দুটো চোখের সামনে ভাসে
উপচে পড়ে গল্প সব…
ক্ষুর্ধাত