বহুদিন পর আমাকে দেখে স্মিত হেসে উঠলে
হাত নেড়ে জানালে উষ্ণ আদর
মনে মনে চাইছিলাম চোখে চোখে আগুন জ্বলবে
খুবই তীক্ষ্ণ ও মোহময়
আলোকিত হবে আত্মমগ্নতার নীরব আঁধার
চাইছিলাম খোলস ছেড়ে বেরিয়ে পড়বে
রঙিন হয়ে ওঠা খুশির যত রঙ
প্রসন্নতায় বিনীত হয়ে ওঠা সেই চোখ ও মুখ
আর ছলকে ওঠা স্মৃতির ভেতর আমাদের
ওঠা-পড়ার সেই অগুন্তি স্পর্শকাতর মুহূর্ত গুলো
এমন কি অনিশ্চিত আজও যে নিবিড় কথাগুলো
অথচ স্বপ্নঘুড়ি কেটে দেওয়া হাওয়ার দাপট
আঁচড় কাটছে নিপুণ বিষাদ ক্রমাগত
যেন, এমন কিছু আছে আরও গভীরে
তীব্র অনিচ্ছার ভেতরে উঠেছে ফুটে
যার ভেতরে আপ্যায়ন নেই,আতিথেয়তা নেই
এমনকি প্রত্যাখ্যানও নেই কোনও
তবুও এই অসাধারণ মুহূর্তগুলো ঘিরে
অন্তত স্বতঃপ্রণোদিত ভেসে যাওয়াটুকু
মুগ্ধতায় মোড়া থাক ,এই সাক্ষাতের ।