ভাস্কর ঐ পড়ছে ঢলে
নদীর ওপারেতে
গোধূলী বেলা বরণ করেন
প্রকৃতি আঁচল পেতে ।
বিহঙ্গরা ফিরছে নীড়ে
চলছে সারি সারি
কচিকাঁচা ধুলো মেখে
ফিরছে নিজ বাড়ি ।
গৃহবধূ তুলসী তলায়
জ্বালছে প্রদীপ খানি
ভক্তিভ’রে সারছে প্রণাম
করছে শঙ্খধ্বনি ।
মাতাল মলয় সাঁঝের বেলায়
মৌমাছি আনমনে
বেল জুঁই আর রজনীগন্ধার
সুবাস সকলখানে ।
হাজার তারার ভিড়ে ও চাঁদ
কমলা লেবুর কোয়া
উদাস নয়ন মুগ্ধ হৃদয়
মন গেছে আজ খোয়া ।।