কঠিন শিলাকে যতই আঘাত করোনা কেন ,
সে কিন্তু কোনো প্রতিবাদ করে না
তবে কি তার কোনো ব্যথা নেই,
তবে কি সে প্রথম থেকেই এই রকম কঠিন ছিল?
তা তো নয়!
সে তো বহু আঘাত সহ্য করতে করতে আজ
কঠিন শিলায় পরিণত হয়েছে
যাতে আর কোনো আঘাত তাকে ভাঙতে না পারে
আর প্রত্যুত্তর ও দেবে না কোনো
কারণ কোনো আঘাতই পৌঁছবে না তার অন্তঃস্থলে
ভাঁঙতে পারবে না তাকে কোনো হাতুরির আঘাত
সমস্ত রক্তক্ষরণ জমাট বেঁধে
কঠিন থেকে কঠিনতর হয়ে শিলায় পরিণত হবে।