এবং আরও শীতের কঙ্কাল স্বেচ্ছায় কম্বল দানে
হাসিটুকু রেখে যায় আমাদের ত্রাণে
আমাদেরই সহনাগরিক ।
সন্তানের জন্মদিনে বিলি করা ছাতার ছায়াতে
খুশি শয়ে শয়ে ঝুঁকে পড়া গ্রীষ্মের মাথা
ঈশ্বর দেখেছে তারা সন্তানের চোখে আমাদের ত্রাতা
আমাদেরই সহনাগরিক ।
শতাব্দীর অমৃত উৎসবে
বই খাতা পেন্সিল অমূল্যের খনি
খনির নগরে নেমে নিরক্ষর দেখে গ্রামীণ গ্রহণ
সৌরশিশুর শিরে নুয়ে আছে
কোয়ান্টাম সভ্যতার ঝাঁক ঝাঁক পাপ ।
তবুও সব পেয়েছির অজ্ঞতায় বাইট বাইট
উল্লাস দৃশ্য ছুঁড়ে দেয় সব্বাই ক্যামেরার মুখে
আমাদের দাতা আমাদেরই সহনাগরিক ।