সুনীল সাগরের সলিলে
সদ্য-স্নাতা সিতাংশু সমুজ্জ্বল,
সর্পিল সরিৎ সেজেছে
সন্ধ্যাতারার সন্ধ্যাদীপে ।
সাকীর সফেন সুরায় সঞ্চিত
সুলতানী সুরভি,
সুলোচনে সুর্মার সম্মোহন,
সতৃষ্ণ সর্বাঙ্গে সমিদ্ধ সমিধ ।
[ শব্দার্থঃ- সরিৎ-নদী, সমিদ্ধ-প্রজ্জ্বলিত, সমিধ-অগ্নি ]
সুনীল সাগরের সলিলে
সদ্য-স্নাতা সিতাংশু সমুজ্জ্বল,
সর্পিল সরিৎ সেজেছে
সন্ধ্যাতারার সন্ধ্যাদীপে ।
সাকীর সফেন সুরায় সঞ্চিত
সুলতানী সুরভি,
সুলোচনে সুর্মার সম্মোহন,
সতৃষ্ণ সর্বাঙ্গে সমিদ্ধ সমিধ ।
[ শব্দার্থঃ- সরিৎ-নদী, সমিদ্ধ-প্রজ্জ্বলিত, সমিধ-অগ্নি ]