সরস্বতী না ভ্যালেন্টাইন,
বাঙালির প্রিয় কোন সে জন।
সরস্বতী তো প্রেমের চিরকালীন
ভ্যালেন্টাইন সেথা নুতন দিন।
বাঙালি তো ভাই চিরকাল
বিদেশপ্রীতির মূর্ত কাঙাল।
তাইতো আজ ভ্যালেন্টাইন
মানছে সবাই প্রেমের দিন।
ছিলনা কোন সাপ্তাহিক দিবস
হাগ, রোজ, প্রোপোজ কিংবা কিস্।
ছিলেন শুধুই সরস্বতী
বসন্ত পঞ্চমী তিথি।
সকাল থেকে পাড়ার মোড়ে
কিংবা স্কুলের ভীড়ে
বাসন্তী রঙ ভীষন প্রিয়
বাঙালির সেরঙ বড়ই স্বীয়।
আজকাল আবার ভ্যালেন্টাইন
সাথে জুটেছে বিভিন্ন দিন।
বাঙালির মন আজ উচাটন
করবে পালন সরস্বতী, না ভ্যালেন্টাইন।
সরস্বতী তার একান্ত আপন
বাঙালির ঘরে তার আসন।
ভ্যালেন্টাইন তো বিশ্ব জনীন
সরস্বতী! হোক না, বাঙালির একান্ত আপন।।