সরস্বতীর পায়ের কাছে
এক পৃথিবী অশ্রু ঝরে
ছন্দ বীণার তারগুলো আজ
একলা ভীষণ শূন্য ঘরে।
ভাসিয়ে ডানা দূর আকাশে
বিলীন তুমি তারার মাঝে,
এক পৃথিবী খুঁজছে তোমায়
খুঁজছে দেখো সকাল সাঁঝে।
এক পৃথিবী কাঁদছে দেখো
কাঁদছে শুধু তোমার জন্যে,
এক লহমায় উঠছে কেঁপে
ভাসছে যেন জনারণ্যে।
কাঁদছে আকাশ , কাঁদছে বাতাস
শূন্য হৃদয় উঠছে টলে
গভীর বুকের দীর্ঘশ্বাসে
সূর্য পাটে যাচ্ছে ঢলে।
আমার ব্যথার পাহাড় চুড়ো
নিথর নীরব সে এক ভুবন,
যাচ্ছে ভেসে হা হুতাশে
আজ পৃথিবী বড়ই কৃপণ।
সুরের যাদুর মোহিত মায়ায়
এক পৃথিবী চিনল তোমায়,
এক পৃথিবীর স্বপ্ন উড়ান
পুণ্য আজি সুরের ছোঁয়ায়।
এক পৃথিবী জীবন তোমার
স্তব্ধ যে আজ ঝড়ের রাতে,
তোমার প্রভা আকাশ প্রদীপ
আশার কিরণ নবীন প্রাতে।
নদীর মত ঢেউয়ের মত
ছড়িয়ে আছ সকল কাজে
মাথার ওপর ছায়ার মত
ফুলের মত হৃদয় মাঝে।
সরস্বতীর পায়ের কাছে
থামুক আজি সব কোলাহল
সুরের ছোঁয়ায় সব হৃদয়ে
ফুটুক ভোরের কুসুম কমল।