সরলা মাসি করলা ভাজেন
বাসি কাপড় পরে,
মালিক পত্নী মেরে দিলেন
চুলের মুঠি ধরে।
তোমার এত কিসের তাড়া
বিধবা মাতা খাবে,
জানতে পারলে খালি পেটে
এমনি শুয়ে যাবে।
এমন কাণ্ড করে নাকি
বিবেক নেই বুঝি,
এখন আমি কোথায় গিয়ে
কাজের মাসি খুঁজি।
বৌদি তুমি আমার চুলে
কেমনে টান দিলে
ভয়ে আমার হস্ত কাঁপে
চমকে গেল পিলে।
বুড়ি হলেও জানলে নাতো
আমার বাড়ির রীতি,
ক’দিন ধরে বলছি তোমায়
রন্ধন ঘরের নীতি।
সরলা মাসি কেঁদে বলেন
মনটা আছে ঘরে,
আমার কর্তার বড্ড অসুখ
যাবেই যেন মরে।