যদি বলি কবিতাও কথা বলে
মানবে কি?
ভাঙ্গা গড়া জীবনের গলিতে জল রঙ ছবি আঁকে
চিন্তা চেতনা মননে উপলব্ধিতে গড়ে এক অপরূপ ভাস্কর্য
অনুভূতির রূপলেখা, সক্রিয়তা চৈতন্যজগতে
অবয়বে প্রেমিকা সেজে তোমাকে ভালোবাসে
অলীক কাহিনীর রূপকার সেজে ডাইরীর পাতায় রোজ স্বপ্ন সাজায়
সভ্যতার আদিকাল থেকে এযাবৎকালের ঘটনাকে লিপিবদ্ধ করে
কবিতা ক্রমবিবর্তমান, বিদ্যমান স্বপ্নময় জগতে বাস্তবায়ণ সৃষ্টিতে
নোঙ্গর ফেলে আদর্শের মাঝ দরিয়ায়। প্রতিচ্ছবি জীবনদর্শনের।
প্রতিদিনের ভ্রষ্টাচারের প্রতিবাদে শানিত অস্ত্র কবিতা
সে যে প্রিয়া, কবির মানসী। তীব্র তার আকর্ষণ।
দেহের প্রতিটি খাঁজে ভাষা শব্দ ধ্বনি ছন্দের জ্বলন্ত লাভা।
ধরার হিয়া মাঝে মোহিনী কায়া সে যে
মানবে কি?