সম্মতি থাক কিংবা না থাক
অসম্মতির আদর ,
বিছিয়ে রেখো নাব্য চোখে
ডুবতে ডুবতে কাতর ।
কাতর হওয়ার সুখ কেড়ো না
ভাসিয়ে দেবো নাভি ,
খুঁজতে খুঁজতে অকূল হলেও
আর পাবে না চাবি ।
চাবির খবর মনের ভিতর
আবছায়া সিন্দুকে
কখন রেখে ভুলেই গেলে
আনমনে বিন্দুকে ।
বিন্দু বেড়ে বৃত্ত হলো
পুষছিলে মন বলো !
শুকতারা যাও ঘুমাও এবার
অবাক সকাল হলো ।