সম্প্রীতির যে মেলবন্ধন টা
ঈদটা এলে গড়ে,
প্রীতির ভাবে সবাই চলে
ভালোবাসায় ভরে।
ভেদাভেদ সব দূরে ঠেলে
সারি বেঁধে বসে,
নামাজ পড়ে রবের দোয়া
চায় যে ভক্তি রসে।
আত্মশুদ্ধির আলো দানে
কোরবানির ওই দিনে,
সকল জনে আপন করে
নেয় যে খুশির বীণে।
ঈদের খুশি ভাগ করে নেয়
গরিব দুঃখীর সাথে,
ভালো খাবার, জামাকাপড়
যাকাতটা দেয় হাতে।
মহান রবে চান যে শুধু
সম্প্রীতিতে থাকো,
মনের পশুর কোরবানি তে
প্রীতির ছোঁয়া মাখো।