সম্প্রীতির এই বসত ঘরে
থাকো সবে হাতটি ধরে
জাতি ভেদ সব তুচ্ছ করে
শান্তি মনে নাও না ভরে।
প্রীতির ভাবে থাকলে ভবে
বিশ্বপিতা খুশিই রবে
দ্বেষ,হিংসা সব যাও না ভুলে
মনটাকে ভাই দাও না খুলে।
জগৎ জুড়ে চলছে যে আজ
লুটপাট ধর্ষণ মারামারি
লোভের অনল জ্বলছে দেশে
মরছে মানুষ ঘৃণার রেশে।
প্রভুর দোয়ায় মানবজীবন
সুকর্মেতে হও না মগন
ভালোবাসায় করলে আপন
জীবন হবে সুখের যাপন।
এসো না ভাই হাতটা ধরি
সম্প্রীতিতে বসত গড়ি
সাম্যভাবে প্রীতির নীড়ে
রবের দোয়া থাকবে ঘিরে।