কত কত নৌকায় পেতে যাব ট্র্যাপিজের পা !
পায়ের সমুদ্রে শ্রুতি নাড়িজ্ঞান দাও ,
অভিমানী ফেনাদের ভালুক -দৈর্ঘ্য মেপে আসি ।
যদি সকালের দৃষ্টিতুলিতে আঁকা যেত
দুপুরের দৃশ্য শরীর ,
বৈরাগী বেড়ালেই খেয়ে নিত জীবনের আঁশ !
বিকেলের বিজ্ঞ বোধের চোখে
রৌদ্রেরও ছায়াহীন খুঁত ধরা পড়ে ।
ঘোলাটে এ কবিতার পিচ্ছিল বীজ খুলে
তবুও সম্পূর্ণ এক সুন্দরের খোঁজে
অন্তিম রহস্যের রস হতে চাই ।