সম্পর্ক শব্দটি আজও বড় জটিল লাগে।
অদ্ভুত এই বন্ধন টা তাই বড়ই অচেনা,অথচ স্পর্শ শব্দটি তার চেয়েও অনেক বেশী স্পর্শীল।
ভালোবাসা শব্দটি থেকে নিজেকে
বরাবর দূরে সরিয়ে রাখি।
হয়তো ইচ্ছে করেই এমন টা,
কিছু হারানোর ভয়।
কিছু সম্পর্কের কোনো বিশেষ নাম হয় না।
ব্যখ্যা করাও যায় না, অথচ সেই সম্পর্ক ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয়!
আমার সেই তাকে আকাশ নামে ডাকতে ইচ্ছে করে।
যেখানে সব সম্পর্ক মুক্তির স্বাদ খুঁজে পায়।
তোমার ওই বিশাল বুকে চাঁদ ,সূর্য, মেঘ, তারা, রামধনু সকলেই তো আশ্রয় নেয়।
অবাক হই, খুঁজি তোমায় আকাশের গভীর নীলে, আর চুপিচুপি কানে কানে বলি,
প্রতিটা সম্পর্ক কে তুমি এমন করে লালন কর, কিন্তু তোমার কথা কে মনে রাখে বলো?
তুমি তখন রোদের আড়ালে মুচকি হেসে বলো, তুই তো একটু হলেও আমায় বুঝিস,,,
আর আমার কি চাই বলতো? আকাশের সাথে আমার এক অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে।
যার কাছে জীবনের বোধ আকাশের মতো সীমাহীন।
জীবনের আলোর দিক শুধু নয়, আকাশের কাছে অন্ধকার দিকও তুলে ধরতে কোনো দ্বিধা বোধ হয় না।
প্রান্তর থেকে প্রান্তর ছুঁয়ে সম্পর্ক গুটি গুটি পায়ে হাঁটে।
তবুও প্রতিটি সম্পর্কের গায়ে বিরহের সুর লেগে থাকে।
চিরস্থায়ী থাকে না কেউ, এমন কি ভালোবাসার কাছেও।
প্রতিটি রাতে বুকের পরে শিশিরের জল জমে!
আমার সকল শব্দ,সকল গান, সকল প্রতীক্ষা হোক কেবল তোমায় লক্ষ্য করে।।