সম্পর্কটাকে ছুঁয়ে থাকি ওতপ্রোতভাবে,
দিগন্ত বিস্তৃত উপোসী অনুভবের খেলাঘরে-
অনায়াস দক্ষতায় পিছলে পড়ে চেনা চৌকাঠে,
দূরত্বের যোজন লক্ষণরেখা রয়ে গেছে সমান্তরাল।
স্বপ্নের পরিধির ক্ষেত্র জুড়ে ছিল সোহাগী অনুরাগ,
পূর্ণতার প্রাচুর্যে বহমান পাগলপারা উচ্ছ্বাস,
প্রান্তিক খুনসুটিতে ব্যস্ত সময়ের অনুক্ষণ,
সীমারেখা পেরিয়ে ইচ্ছে ডানার পেখম বিস্তার…..
পাখিদের সম্মিলিত আনন্দ লহরীর কলতানে,
মন দ্রাঘিমায় বাঁধ ভাঙ্গা ঢেউয়ের সাবলীল উল্লাস…….
উদভ্রান্ত কুন্ডুলীকৃত কালো মেঘের গোপন জটাজালে,
মনের চিদাকাশে ভীড় করে জমাট বাঁধা অভিমান-
নোঙর হীন চারপাশ থই থই জলরাশি,
অদৃশ্য কুয়াশায় দিকভ্রান্ত বাতিঘরের আলোকবিন্দু।
ঝিকিমিকি তারাগুলো ঢেকে গেছে মেঘের অভিসন্ধিতে,
শুধুই এক আধলা মুগ্ধ বাতাসের অপেক্ষা –
সম্পর্কের শাখাপ্রশাখা ঠিক খুঁজে নেবে গন্তব্যের মোহনা………