তারপর আর নাই বা পেলাম
হরিৎ অরণ্যের শীষে শন্ শন্ বসন্তের ঘ্রাণ ,
এক বুক বাগানের খস্ খস্ স্রোতটুকু থাক ।
ছুঁয়েছি অচেনা পাতা , পাতার চিবুক
পরিচিত হতে হতে ক্ষয়ে গেছে আঙুল -বিস্ময় ।
কোথায় শূন্য শুরু , কোথায় পরম !
পিপাসার জ্বরে- ভোগা পরিধির কঙ্কালে নয়
আরও আরও আরও বোধ পুড়ে হোক ছাই ।
আকর্ণ শংসার বিন্ধ্য -সুখে নয়
মাটির প্রতিভা বীজে পদাতিক
ঝিরিঝিরি পাই যেন অঙ্কুর সম্মান ।
সমীচীন শোক দাও , সাগরিক শয্যা পেতো না ।