আজ থেকে ঠিক অনেক বছর পরে
আমার তোমার হয়তো হবে গো দেখা
এই শহরের চেনা সেই ভিড় ঠেলে
দুজন মিলে আবার হবো যে একা
বলবো সেদিন অখন্ড অবসরে
জমিয়ে রাখা না বলা অনেক কথা
এই শহরের চেনা সেই ভিড় ঠেলে
যদি কখনো আবার হয় গো দেখা
পড়বে কি মনে প্রথম দেখার স্মৃতি
ভালোলাগা সেই অনেকগুলো কথা
এই শহরের চেনা সেই ভিড় ঠেলে
আবার যদি হয় গো কখনো দেখা
কথা শেষে চেনা সেই নিজের পথে
নতুন করে আবার হবো যে একা
এই শহরের চেনা সেই ভিড় ফেলে
আবার যদি হয় গো কখনো দেখা
বিচ্ছেদ যেনো নিশ্চিত এইখানে
সমাপ্তিতে আছে যে সেটাই লেখা