নারী দিবস—
অপাঙ্গ হওয়ার সাড়ম্বরে উদযাপন।
নাই বা রইল বাসের লেডিস সিটটা,
নাই বা থাকুক লেডিস স্পেশাল ট্রেন,
লেডিস ফার্স্ট শব্দটা উঠে যাক চিরতরে,
হ্যাঁ,আমি নারী,আমি মানুষ।
দুই হাত,দুই পায়ের জীব আমি,সম্পূর্ণরূপে সক্ষম।
ঢের ভালো পুরুষের সমান্তরাল সম্মান—
যেখানে থাকবে না কোনও কন্যা ভ্রূণ হত্যার ভয়,
থাকবে না অন্ধকারে একা পথ চলার ভয়,
থাকবে না ভয় অ্যাসিড বাল্ব,বোমা,পেটোর।
হোক না নারী পুরুষের পরিপূরক,অনুপূরক !
সিঞ্চিত হোক মনুষ্য সমাজ উভয়ের প্রেমে।
সম্পৃক্ত হোক পৃথিবী উভয়ের
কর্মে।।