নিশিদিন মন বীণ রয় ক্ষীণ হায়
দেশ মাঝে সাধু সাজে চোর রাজে তায়।
চারিধার হাহাকার অবিচার হয়,
জনগণ প্রতিক্ষণ হীন মন রয়।
হতাশায় অসহায় দিন যায় সবে,
সদা রয় নিয়ে ভয় পাবে জয় কবে।
অলিগলি দলাদলি বাহুবলী সব,
স্বার্থ তরে উচ্চ স্বরে শুধু করে রব।
তড়িঘড়ি নেয় ভরি যত কড়ি পারে,
খায় লুটে চেটেপুটে ছুটে ছুটে সাড়ে।
বিধি জানা নেই মানা চলে নানা ছলে,
রীতি বলে বড় গলে শুধু পলে পলে।
অবিরাম করে নাম ব্রজ ধাম কথা,
ধর্মে মতি যেন অতি বলে গতি তথা।
আছে হৃদে লোভ খিদে পড়ে নিদে ধরা,
তবু ছাই লাজ নাই খাই বাই ভরা।
সমাজের জীবনের শোষণের ছবি,
রচনায় লিখে যায় নিয়ে দায় কবি।
নেতা যত খুশি মত বলে শত বাণী,
প্রলোভন বিলক্ষণ প্রহসন মানি।