সমাজ দর্পণ সাহিত্য হয় শুদ্ধ চর্চার ফলে,
অকপটে লিখেন কবি মুক্ত হৃদয় বলে।
বোধের আলো প্রজ্ঞা মেধা অনুভূতি নিয়ে
বাস্তবের যে জলছবিটা আঁকেন মনন দিয়ে।
উপলব্ধির নিরিখে তাই নানা চিত্র থাকে,
বন- বনানী,পাহাড়- নদী,সাগর- মরু আঁকে।
যেথায় যেমন দেখেন কবি চোখের আতস কাঁচে,
সৃজন মুখর কবির মনটি আনন্দেতে নাচে।
নির্মল রসে উপচে পড়ে কল্পকথা কত,
সত্যের পথিক কবির কলম সত্যে থাকে রত।
সুসাহিত্য হলে তাহা হয় যে শ্রুতি শ্রাব্য,
বোদ্ধা পাঠক অনুভবে পায় যে খুঁজে নাব্য।
জ্ঞানপ্রদীপের অমল জ্যোতি কাব্যরসের মূলে,
সৃজনশীল যে সৃষ্টি সম্ভার গড়েন শব্দ ফুলে।
অসির চেয়ে মসি সেরা এতো সবাই জানি,
লিখনীর ধার তুখোড় বলে নত শিরে মানি।
বিশুদ্ধতায় লেখা হলে পাঠক হৃদয় গলে,
সুস্থ সমাজ ভাবনা গড়ে উঠবে মনের বলে।
সাহিত্য রূপ দর্পণ তাইতো ঘুচায় মনের কালো
পড়বে যত শিখবে তত জ্বলবে জ্ঞানের আলো।