অদৃশ্য সুতো
সযত্নে মনোরথে শিকল পড়ানো তোমার একমাএ লক্ষ্য
ধবধবে সাদা পোষাকে
অহংকার মানায় জানি
তবুও
নোনা ঢেউ পা ধুইয়ে দিলে
মাপ করো?
না নেপথ্যে লিখতে বসো
পুতুল দের অশেষ মহাকাব্য…
আমি এখন কাঁচের ভেতর।
অদৃশ্য সুতো
সযত্নে মনোরথে শিকল পড়ানো তোমার একমাএ লক্ষ্য
ধবধবে সাদা পোষাকে
অহংকার মানায় জানি
তবুও
নোনা ঢেউ পা ধুইয়ে দিলে
মাপ করো?
না নেপথ্যে লিখতে বসো
পুতুল দের অশেষ মহাকাব্য…
আমি এখন কাঁচের ভেতর।