চলছে জীবন সময় সাথে
ভালো মন্দে মেশা,
সুখের তরে দিবস যামী
ছুটে চলা নেশা।
জোয়ার ভাটা জীবন নদে
খেলে নিজের মত,
সুখে দুখে দিন যাপনে
হয় যে সময় গত।
বার্ধক্য যে আসে চুপে
জীবন নদী পথে,
জরা দেহ শূন্য হাতে
যায় গো প্রভুর রথে।
চলছে জীবন সময় সাথে
ভালো মন্দে মেশা,
সুখের তরে দিবস যামী
ছুটে চলা নেশা।
জোয়ার ভাটা জীবন নদে
খেলে নিজের মত,
সুখে দুখে দিন যাপনে
হয় যে সময় গত।
বার্ধক্য যে আসে চুপে
জীবন নদী পথে,
জরা দেহ শূন্য হাতে
যায় গো প্রভুর রথে।