তোমার চোখে চোখ পেতেছি , বৃষ্টি দাও
হলুদ শহর হাড়ের ভিতর পিচ ঢালে ,
ভাসাও ভরা মায়ার মেঘে , স্বপ্ন চাও ?
দশ ভীড়ে নয় উত্তমর্ণ , আবডালে ।
ডালের খবর লক্ষ্য জানে ও নিষাদ
আমার শ্বাসে চেপ্টে যাওয়া ইঁদুর শ্বাস ,
পাঁজর কাটে কয়লা পোড়া ধুম্ বিষাদ
পিঠ ঠেকালে করবো নিষাদ তালুক খাস ।
প্রেমের পদ কোথায় এলো , ভুল কোরে !
ভাবনা নিজেই ঘুরিয়ে নিলো নিব রাতে ?
চোখ পেতেছি নীলাম্বরী ঠিক ভোরে
সময়- সমে প্রেম প্রতিবাদ একসাথে ।