সবার অলক্ষ্যেতে চলে যায় সময় তাই লাগে ভয়,
না করে জীবন নয় ছয় স্বল্প সময়ে আনা চাই জয়,
তবু আছে সংশয় কখন আসে প্রলয় কৃষ্টির হয় লয়!
যেটুকু জ্ঞান করেছি সঞ্চয় নিশ্চয় সেটাই হবে পরিচয়।
বহমান নদী সম চলমান এ জীবন পায় যেন সম্মান,
এলেও দুঃসময় যেন না হয়ে তন্ময় দিতে পারি প্রমাণ-
জানি ধন মান চলমান মুহূর্তেই হতে পারে পতন;
সময় যে বন্ধন হীন পাষাণ ক্ষণ আনে সুখে গ্রহণ।
সময় আনে দহন ক্লান্ত দুপুর কখনও আনে বরিষণ,
নীল আসমান হলেও মোহন সাঁঝ নামলেই ভাসান,
আয় ব্যয় বুঝে হলে চলন করতে হবে না দুঃখ বহন,
সেই শিক্ষাই পায় যেন সব সন্তান তবে সে হবে ধীমান।।