প্রতি দণ্ড পল নিয়া,গঠিত তোমার কায়া,
ছকে বাঁধা আছো তুমি,তুমি হে সময়।
তব গতি দুর্নিবার , বয়ে চলে অনিবার,
নদীর স্রোতের মতো, অবিরাম বয়।
পল দণ্ড ঘণ্টা মিলে , মহাকাল গড়ে তোলে,
বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়ু ,লিখে রাখে সেথা।
জীবনের প্রতি ক্ষণ , মহামূল্য রত্নধন ,
করো নাকো অপচয় , কাটাইয়া বৃথা।
জন্ম থেকে মৃত্যুক্ষণ ,জীবনের মহারণ,
চলিতেছে সদা যেন , যুদ্ধক্ষেত্র প্রায়।
ধুক ধুক আয়ু যেন , টিক্ টিক্ ঘড়ি হেন,
সময় মাপিয়া চলে , থামে নাকো হায়।
তাই ওহে নরগণ, মূল্য বুঝে সর্বক্ষণ,
কর্তব্য দায়িত্ব যত ,করে যাও ভবে।
নিঃশ্বাসে বিশ্বাস নাহি , জীবনের জয় গাহি,
কখন কাহারে কবে , চলে যেতে হবে।