সময়ের অশান্ত অসুখ হলে
বহমান বিছানার বৃত্তে ঘোরে কবিতার ডানা ।
কীভাবে উদ্বাস্তু ডি এন এ র মাটির মমতা
সূচের প্রতিভা ফুঁড়ে নৃশংস ক্ষমতার ফালে
ফালা ফালা করে আদি আদি আয়ুদের শব !
বিস্ময়বোধক চিহ্ন মোরাং অরণ্য ছেড়ে
আয়ুবের তীর ঘেঁষে ভেসে যায় জর্ডন জলে ।
পৃথিবী পুকুরে বড় মুড়ো খেয়ে চলে
ছাড়া ছাড়া ছোটদের ল্যাজ ।
শতাব্দীর বোধিবৃক্ষে শরতের ভোরকণা
ফোটে আর নেভে ।
প্রমিথিউসের আলো দধিচীর হাড় জ্বেলে
যুগে যুগে লক্ষ্যভ্রষ্ট ছাই হয়ে ঝরে ।
এক আশ্চর্য একনায়ক অন্ধকার ছাঁচে
নেচে চলে মধ্যমেধা উৎসব সুখ ।
অশালীন আমোদের রোশনাই ভীড়ে
অসুস্থ একা সময়কে ছেড়ে
কবিতার আবিশ্ব ডানা দায়হারা উড়তে পারে না ।