সীমিত আলোয় লুকিয়ে রাখি বেদনার রেশ,
সন্তর্পণে নির্বাক ছায়াতলে লিখে রাখে ব্রতকথা,
চারাগাছের যাপনকাল ভরে গেছে অণুসুখের ঢলে,
নিরীহ সময়ের দীর্ঘ ছায়া চেয়ে থাকে মনবীথির পথ।
গন্তব্যহীন স্বতন্ত্র ইচ্ছেরা বড়ই উৎসবমুখর,
সীমাহীন পথে খুঁজে পায় দিক নির্দেশিকা,
তবু বোঝা বয়ে চলা সমান্তরাল দিনযাপনে,
কোথাও হয়তো বাঁধা পড়ে থাকে বিশ্বাসের মজবুত ভিত।
আদিগন্ত মায়ার মেহগনি চাদরে আঁধার হারায়,
চুপিসারে সুতো ছাড়ে উচ্ছ্বাসের মনঘুড়ি,
আলোয় ঝর্ণাধারায় ধুইয়ে দিই মেঘলা অভিমান,
ইপ্সিত লক্ষণরেখায় সম্পর্ক মিলে মিশে যায় এক বিন্দুতে।
সারারাত ভেসে যাক মায়াবী জোছনায়,
বেদনার ওপ্রান্তেই সাজানো আছে সুখের পাটাতন।