কেউ জেনে ফেলেছে
কেউ এখনো জানতে পারিনি
কেউ কেউ পৌঁছে গেছে
অনেকে এখনো পৌঁছতে পারেনি,
তদন্ত শুরুর আগে তদন্ত থেমে গেছে
হতাশ নাগরিকের হাতে আছে যা সব মিছে
পড়ে থাকা আয়নায় মুখ দেখে সময়
তাজা যাতা কলে হয় চেতনার অবক্ষয়,
আলোর রশ্মি গুলো আসেনি এখনো এ ধারে
অবশিষ্ট বেলায় কে কাকে খুঁজে বেড়ায় ধ্বংসের কিনারে
কবির পাশে ছবিটা কেন দাঁড়িয়ে আছে জানা নেই
এই ছবির ইতিহাস আছে তবু কোন ব্যাখ্যা নেই,
অগণিত জনতার আনাগোনা এই পথে
গতিহারা পথের সুদূর সীমান্তে কারা ছিল সাথে ?
এই সাথ সাথ নয়;
এই পথ পথ নয়;
আছে সব ঠিকঠাক; নেই তবু ন্যায়-নীতির সমন্বয়।