আমি এখনো হেঁটে চলেছি শহরের পথ ধরে
তাকিয়ে দেখো;আকাশ সুদৃঢ় প্রান্তরে
আমি আকাশ দেখিনি
আমি বাতাস খুঁজিনি
আমি এই পথের অর্থ বুঝিনি
তবুও হেঁটে চলেছি…….
অসভ্য জনরাশি এখানে রাশিরাশি
সভ্যেরা যায় লুকিয়ে ,তারা হয় পরবাসী
আমি এরকমই একটি পথের চিত্রে নিজেকে এগিয়ে দিচ্ছি
নিজেকে ভেঙে যাওয়ার ভয় পাচ্ছি
তবু আমি ভাঙবো না……..
আমি আমার অলক্ষ্যে বেঁচে থাকা শুভ চেতনার সন্ধান করে যাবো
এই শহরের পথে পথে আমি হেঁটেই যাবো
শহর নগর ,এই বিবস্ত্র প্রহর
সব ধূসর কালো পাথরের মত
সবকিছুকেই আমি করব প্রতিহত
এক নিরলস অভিজ্ঞতার আমি এক কঠিন সংযত।