দেশটা জুড়ে চলছে রে ভাই
লাগামছাড়া দুর্নীতি,
নীতির মুখে ঝামা ঘষে
মানুষ হারায় বোধ স্থিতি।
দুর্নীতি আর স্বজন পোষন
সমাজ বুকে দেখছে সব,
আমজনতা বলির পাঁঠা
ভয়ের মুখে নেইকো রব।
নেতা মন্ত্রী আমলা পিছে
পাতি নেতা যারাই রয়,
ধান্দাবাজে মাথার পরে
অর্থ লুটতে দেখায় ভয়।
রাজনীতির ওই দাওপ্যাঁচেতে
ছলকপটের চলছে রাজ,
আঁধার পথে পুঁজির রথে
মূখ্য তাঁদের সেটাই আজ।
সভ্যতা আজ সঙ্কট মুখে
দুর্নীতি সব করছে নাশ,
রুখে দাঁড়াও একজোটে সব
নীতির রাজে- সুখের বাস।