বিজ্ঞাপণে বিবর্তন–গোলকধাঁধা….
ডারউইন থিওরি,ভাবুক মনে প্রশ্ন জাগায়
ফ্ল্যাশব্যাকে নস্টালজিয়া
আক্রান্ত মন এক নিমেষে হারায়
ক্রমাগত মেপে চলে
একচিলতে আনন্দ
বণিকের মানচিত্রে
রং–চংয়ে বাড়তি স্ট্যাটাস
খুঁটিয়ে খুঁটিয়ে রোজ দেখি
অলৌকিক স্বপ্ন মায়াজাল
এ্যাডগুলো উন্মাদের মতো
নগ্ন পায়ে হেঁটে যায়
স্বল্পবসনা সুন্দরী তন্বীর
কর্কশ কঙ্কাল
বিকলাঙ্গ সমাজের
আধপেটা অথবা অভুক্ত শিশু
রঙ্গিন ক্যানভাসে
ঝকমকে মোড়কে
আঁঠালো চ্যাটচ্যাটে গায়
প্রজাপতিরা সেঁটে যায়
শূন্যের শূন্যতায় অবসন্ন তট,,,
দামী গাড়ি, বাড়ির বানিজ্যিক এলাকায়
ক্ল্যাশ হয়। জীবনে ফাটল ধরায়,
ঝলমলে দুনিয়ার অন্ধকার দেওয়ালে
নূতন বিন্যাসে নিশান উড়ায়
রূপকথার রঙ্গীন ফানুস
ক্ষুধার্ত ঈগলের তীক্ষ্ম চোখ খুঁজে নেয়
সাবানের বুদবুদে ডুবে থাকা বনহংসী মুখ
আঙ্গুলের ভাঁজে নেটওয়ার্কিং সাইট
রহস্যেমোড়া মধ্যরাতের অসহায়ত্ব
ভোগবাদের সহজ-সরল সমীকরণ।
দৈত্যের আগ্ৰাসন, ঘুনে খাওয়া পাঁজর
বিজ্ঞাপনে আক্রান্ত স্নায়ূতন্ত্র
পুঁজিবাদের গভীর খাদ
নিখুঁত বুননে ঠাসা অন্তর্জাল জঠরে
ধীরে ধীরে অতলে ডুবতে থাকি,,,
পাংশুটে জীবনে স্মৃতিরা ভিড় করে
চড়াই–উতরাই বহু পথ অতিক্রম
বাঁচার প্রাথমিক শর্ত অজান্তেই হারায়।
সর্বস্ব খুইয়ে ভগ্নস্তুপের সামগ্ৰীর ভিড়ে
জুয়াড়ি আমি, বসে আছি বস্তুর ঘরে
বোবা বিলাপে করুণ আর্তি
বৃথা, বৃথা সব….
ভগ্নাংশে নয়, পূর্ণ মুক্তি চাই