সব টিলা কিন্তু পাহাড় হয় না,
মৌনতা পাহাড়ের অহংকার।
সব নদী আবার সাগরে মেশে না—
সাগর স্বীকৃতি দিলে তবেই তো!
সব গাছ ছায়া দিতে পারে না—
তার সে ঔদার্য্য কোথায়?
সব সুরও গান হয়ে ওঠে না,
জীবন বীণায় মূর্ছনা তোলে না যে!
স্তন পান করালেই মা হওয়া যায় না!
যদি না তাতে মিশে থাকে অসংখ্য বিনিদ্র রাতের নিঃস্বার্থ ভালোবাসা।
সপ্তপদী অঙ্গীকারে আবদ্ধ হলেই সাত জন্মের বন্ধন দৃঢ় হয় না—
এক জন্মের বন্ধন কেই অনেক যত্নে লালন করতে হয়।
সব মিলনও আবার সুখের হয় না,
স্বেচ্ছাচারীতার আড়ালে আবেগ সেখানে আত্মহত্যা করে।
সব অক্ষর কিন্তু ভাষা হয়ে উঠতে পারে না,
শুধু লিপিতেই তার সীমারেখা টানা।
আবার ছন্দ মিললেই তা সবসময় কবিতা হয়ে ওঠে না—
যদি না হয় তা আবেগের স্পন্দন,প্রাণের ভাষা,মনের প্রতিচ্ছবি।।