এ অর্থহীন ঝুলে থাকা কতটা নিরাপদ কে জানে!
অজস্র জল,জল ভেসে যাওয়া আনচান উচাটন
মুখের ভাষা,বিবেক বর্জিত রাখঢাক নিয়ম রূপকথা
সব আমাদের জন্য,সব আমাদের
কেউ-ই জানি না কিছু ছুঁয়ে দেখা গন্ধের স্বাদ
ঠেলে দেওয়া মানুষ মানুষ বিবাদ,প্রলেপের বেদমন্ত্র
সহজ সরল যেন প্রাকৃত নির্ণয়, শুধু বাড়ে আবগারি শুল্কের ভার অবিরত মাটি চাটে উঁচু হিমালয়
এইভাবে পদচিহ্ন নেই, সব ধ্রুপদী সঞ্চিত প্রণয় সংহার
পথ নেই,পথিক সমাহার পর্যটনে নাচে রাস্তার ভার
বেদমন্ত্রে লালা ঝরে পড়ে, অর্থ খোঁজে তৃণপ্রান্তর
বহুভাগ ঘাড়ের সংকট
জেনেও জানি না এখন
সীমান্তের বাইরে নিষ্কাম উপনিবেশ শুধু উৎসব ভাতা খায়
উদভ্রান্ত দোষ তার মনে,কি পাপে জানেনা বলে বাঁচে ঈশ্বর
ধুমধাম যজ্ঞ হয়,প্রায়শ্চিত্তে এ জীবন সার,জন্মান্তরে
সুখ,এ নরকের দ্বার,অভিযোগ বিহীন ঘৃনা বিহীন
মেটায় অভিসম্পাত
মানুষ না হয়ে,মানুষের দায় আমাদের জন্য
শুধু আমাদের