সজীবতা আনে সূর্যকিরণ
শাখাপ্রশাখায় লবণদ্রবণ
গর্ভস্থ জল করে শোষণ
পত্রেই হয় খাদ্য প্রক্রিয়ণ
কার্বনডাইঅক্সাইড করে গ্রহণ
আর করে অক্সিজেন নিষ্কাশন।
সৃষ্টি কর্তা হয় না কৃপণ
বিশ্বজুড়ে করেছে সৃজন
মানব মুহূর্তে পায় জীবন
ভারসাম্যে হোক বৃক্ষ রোপণ
ভূমিক্ষয় রোধে হোক সবুজায়ন
দুর্যোগের হাত থেকে বাঁচাতে মরণ
আর নয় যে বনানী নিধন
শপথ বাক্য হোক সবুজ সৃজন।