কর্ণফুলী নদীর পাড়ে
সবুজ ঘেরা গাঁয়ে,
তাল সুপুরী হাওয়া পেলে
দুলে ডানে বায়ে।
রাঙামাটির পথটি যেথা
ধানের ক্ষেতটি ঘেঁষে ,
শাপলা পদ্মের দল মেলেছে
বিলের জলে হেসে।
লালে রাঙা পলাশ শিমুল
আছে যেথা সারি,
তার খানিকটা এগোলেই যে
আমার ছোট্ট বাড়ি।
শীতটা এলে পালাগানের
আসর জমলে পরে,
কম্বল চাদর মুড়ে সবাই
দেখে খুশি ভরে।
সহজ সরল গাঁয়ের মানুষ
মিলে মিশে থাকে,
ভালোবাসা প্রীতি দিয়ে
সবায় বেঁধে রাখে।