মনের জমিতে বাড়ন্ত গাছ -গাছালির মধ্যে
ছড়িয়ে দিলাম আরো আরো সবুজ,
সবুজাভর দেশে তারুণ্যের নিশান উড়িয়ে
হৃদয়ের চঞ্চলতা শুনতে পাই অনেক গভীরে।
শুরু হবে এবার ভবার্ণবের ডুব দেবার
নিয়মিত অনুশীলন –
মুঠো মুঠো মহার্ঘ হীরে-জহরত-মুক্ত-পান্না
তুলে আনি বাৎসল্যে ,
শান্তির সন্ধানে সার্থকতা এবার মুখ তুলে
জড়িয়ে ধরে শিরা-উপশিরা,
শৈত্য প্রবাহে শিরশির সবুজ বৃক্ষের অন্তরে
হারাই তখন নিঃশেষে অকাতরে।