হাপুস হুপুস খাচ্ছে কষে
অফিস যাবার কালে,
খেতে গিয়ে গলদ ঘর্ম
বাবুরা সব ঝালে ।
ওরে বামুন বিটকেল বটে
লংকার ঝালে জ্বলে,
জলের ওপর রাখবি নাকি
অফিস যাত্রী বলে।
পঞ্চ ব্যঞ্জন পাতে আছে
নজর করে দেখো,
সুক্তো বড়া ঝোল অম্বলে
খেতে তবে শেখো।
জ্ঞানের কথা শুনতে নারাজ
বড়ো মেজো বাবু,
পাতলা মাছের ঝোলে কথা
ভুললি কেন গাবু।
কয়ে দিচ্ছি বকবে নাকো
যাবো তবে বাড়ি,
শুকনো মুখে থাকতে হবে
দিলাম তবে আড়ি।
পায়েস পিঠে আছে দেখি
আহা জমে যাবে,
রাগের কথা নয়কো ঠাকুর
সবাই চেটে খাবে।