নবোদ্যমে পড়াশোনা
করলে দিনে রাতে,
সফলতা নিশ্চিত তুমি
পাবে হাতে -নাতে।
অধ্যাবসায় করলে নিতি
উৎসাহিত মনে,
জীবন অতিবাহিত হবে
আনন্দ সুখ সনে।
উচ্চপদে প্রতিষ্টিত
হয়ে সমাজ মাঝে,
দেশের সেবায় নিয়োজিত
রবে সৃষ্টি কাজে।
উদার মনে দেশের দশের
করলে সেবা তবে,
জাতির কাছে মহান হয়ে
অমর তুমি রবে।