আঁচলের সীমানায় একমুঠো ধানের গন্ধ
পাটক্ষেতের ছায়ার মতো গহীন
নিবিড় যাপনে কায়া।
চিহ্নহীন ভাঁটফুলের পংক্তিময় ধ্বনি
শশ্মানের উল্লাস যেমন কঠিন
শুধু জাতিস্বরের বানী,
অস্থিবিসর্জনেই মুক্তি।
সরল কুয়াশায় সঞ্চয়ের সৌরভ,
ফেরার পথে সন্ধি …
আঁচলের সীমানায় একমুঠো ধানের গন্ধ
পাটক্ষেতের ছায়ার মতো গহীন
নিবিড় যাপনে কায়া।
চিহ্নহীন ভাঁটফুলের পংক্তিময় ধ্বনি
শশ্মানের উল্লাস যেমন কঠিন
শুধু জাতিস্বরের বানী,
অস্থিবিসর্জনেই মুক্তি।
সরল কুয়াশায় সঞ্চয়ের সৌরভ,
ফেরার পথে সন্ধি …